হোম পেজ গান ও কালাম জান শরীফ সুরেশ্বরীর নূরে হক্ব গঞ্জেনূর হতে কালাম

জান শরীফ সুরেশ্বরীর নূরে হক্ব গঞ্জেনূর হতে কালাম

89
0

নূরেহক্বে হক্ব আছে হক্ব চিন আগে।
এবাদত কর যদি পার শেষ ভাগে।।
না চিনিয়া এবাদত করিবে কাহার।
ভূতের বন্দেগী হবে হবে না খোদার।।
নূরেহক্ব জাগা পায় যাহার মনেতে।
মন আর নামাজেতে যাবে না বনেতে।।
এলেম হেলেম আর পাগড়ি যুব্বায়।
কেমনে পাইবে সাঁই না রইলে হিয়ায়।।
দীর্ঘ মোনাজাত কত দুই চারি হাত।
বেখুলুছে কিবা ফল ডেকে দিন রাত।।
খুলুছে জুলুছ চাই মোর্শেদ কান্ডারী।
তবেই মানসপুরে পৌঁছিবারে পারি।।
ফাওয়াইলুল্ বলে সাঁই কোরানেতে কয়।
বেনুর মোছল্লি যাবে নরকে নিশ্চয়।।
কেননা কাহিলী জন্মে সে নূর বিহনে।
উৎপত্তি হইবে ছুস্তি অন্ধকার মনে।।
তাহা হইতে রক্ষা দিবে মোর্শেদ সুজন।
অতএব কহে প্রভু কোরানে আপন।।

قوله تعالى
(কাওলাহু তা’আলা)
فاسئلوا اهل الذكر انكنتم لاتعلمون
(ফাস্আলু আহলিজ যিকরী ইন কুন্তুম লা তা’আলামন)

আমাকে স্মরণ যেই করে নিরন্তর।
না জানিলে জিজ্ঞাসিবে তাঁহার গোচর ।।
এবে খোদা পাঠাঁইল পীরের সমীপে।
জানিলে খোদাকে ঝুট সারিবে কিরূপে ।।
খোদাই বান্ধব বটে করিতে নিস্তার।
গাঁথিল শিষ্যের গলে পীর স্বর্ণহার ।।

-মাওলানা বাবা জান শরীফ শাহ্ সুরেশ্বরী রচিত নূরে হক্ব গঞ্জেনূর হতে

Author

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here